অভিমান করে সবাই বলে
আমায় বুঝিলনা কেউ
অন্যের সমবেদনা পেতে তাই
হৃদয়ে জাগে ঢেউ।
কেন বুঝিবে আপনাকে সে
কীসের এতো দায়?
বোঝানোর দায়িত্ব নিজে নিলেই
সবকিছু চুকে যায়।
হৃদয় দিয়ে করিলে কাজ
থাকেনা কোন অভিমান
নিঃস্বার্থ শ্রমে বিশ্বাস করে
তুলবে মানুষ মহান।