নবজাতক এলো ধরায় বড় ভাগ্য নিয়ে
বাবা গেল মা গেল বোনটিও গেল এগিয়ে
একটি দুঘর্টনায় গেল তাজা তিনটি প্রাণ
সেথায় জন্ম নিল এক লক্ষ্মী উপাখ্যান।

জীবন তব শুরু হলো শুন্য থেকে নিচে
পারি দিতে হবে পথ তাকে  নানা ধাচে
অজস্র বাধা ভেদে দিতে হবে পারি
কার দ্বারে হবে বড় এ ভবিষ্যৎ নারী?

সৃষ্টিকর্তা করছে খেলা উপরে বসে বসে
মানুষ কী তা জানতে পারে নিত্যদিবস খসে
শিশুর জন্য আছে জানি অনেক কল্যাণ পথ
তিনিই দিবেন সমাধান তিনিই চালাবেন রথ।

বিস্ময়কর হলেও তব ঘটনা যে সত্যি
জগৎ জুড়ে  এমন কাজে হবেনা যে ভর্তি।
কেউ জানেনা কখন কী হবে কে কোথায় পরে রবে?
খোদা জানে সবকিছুই তিনিই শুধু রবে।

রচনাকাল
১৯ জুলাই ২০২২ এক মর্মান্তিক সড়ক দূঘর্টনায় বেঁচে যাওয়া এক নবজাতককে নিয়ে লেখা এই কবিতা।