মায়াবী আঁখির আবডালে
দীঘল কেশের গহীনে
হারালো হৃদয় কখন
আপনি জানিনে।
মাতাল সুরের বাঁশি
মিষ্টি মিষ্টি হাসি
কেবলি ফিরে আসে
সুরেলা কন্ঠের গানে
নব নব প্রাণে।
করিল সৃষ্টি আকুতি
বারে বারে মিনতি
বিহঙ্গ তব পানে
আপন স্বপন টানে
সাজাও নব তরী
হে প্রিয় হরী।
ফুটাও রঙ তুলি
না বলা ফুলঝুড়ি
হাসির বচন ডালি
হে নবকলি।