নব রবি উঠেছে পুব দিগন্তে
ভোরের আলো অনেক সুন্দর
চমৎকার আকাশ হিম হিম বাতাস
নীরবে ভেসে চলে মেঘ আপন গতিতে
পাখির কলরবে আনন্দেতে মাতে অরণ্য
কুসুম কোমল হাসি হাসে পুষ্পরাজি
রাখাল ছুটে ধেনু পানে মাঠে
পল্লী বধূ প্রভাতের স্নান শেষে
গৃহস্থলির কর্মের টানে ছুটে আসে বাটী।
গাছিরা রস পেড়ে নেয় ঠিলা ভরেে
আঁচলে ছেঁকে শিশুবুড়ো তা পান করে
জাল নিয়ে তরী বেয়ে মাঝি যায় অচিন অজানায় মাছ পেতে
কৃষাণী বধূ আপন হাতে উড়ায় ধান
বাউল বেশে দেশে দেশে পাগল গায় গান।
কী অপরূপ মনোরম দৃশ্য সেটি!
প্রকাশ করিতে হায়
বারে বারে গাঁয়ের বাড়ী ছুটে গিয়ে
দেখতে মনে চায়।