মাগো তুমি অনেক বড়
বড় তোমার মন
নিজে কষ্ট করে তুমি
করেছ মোর যতন।

প্রতি মূর্হুত তোমার ছোঁয়া
লেগে আছে অঙ্গে
সবসময় মাগো তুমি
থাকো মোর সঙ্গে।

তোমার হাতেই হাতেখড়ি
তুমি মহান গুরু
তোমার মনের সব কথায়
আমার জীবন শুরু।

ছোট বেলার খেলার সাথী
শুনিয়েছো নানা গল্প
তোমার প্রতি আজ ভালোবাসা
কেন মোদের অল্প?

কত নির্ঘুম রাত কাটায়ছো তুমি
আমারই কারণে
কষ্ট দেবার আগে তোমায় মাগো
ছিলনা মোর স্মরণে।

নাড়ি ছেড়া ধন আমি মাগো
তোমার নয়নমণি
তোমার চোখে সারাজীবন
আমি যে সোনার খনি।

তুমি সদা চাও আমি ভালো থাকি
বেঁচে থাকি এ বিশ্বে
কর্মে জ্ঞানে একাকার হয়ে
থাকি যেন পৃথিবীর শীর্ষে।

তোমার চাওয়া যেন করি পূরণ
এটাই হোক মোর ব্রত
ছোট্ট জীবনে ইতিহাস হবো
মাগো, তোমার মতো।