মোবাইল চোর মোবাইল চোর
কোথায় তুমি গেলে?
আমার ছোট্ট মোবাইল নিয়ে
বলো তুমি কী পেলে?
তোমার জন্য অর্থ সেথায়
আমার জন্য তথ্য
তুমি ঠিকি অর্থ পেলে
আমি হারালাম দুটোই।
মোবাইল চোর মোবাইল চোর
তোমায় খুঁজি তাই?
তোমায় পেলে মিলাদ দিবো
দাওয়াতে নিরালায়।
তোমার কাজ করেছো তুমি
আমার হয়েছে ক্ষতি
তোমার কর্মে সচেতন হলাম
বাড়াতে পারবো মতি।
জাতির কাছে জিজ্ঞাসা মোর
কেন তারা চুরি করে?
সঠিক শিক্ষা পায়নি বলেই
আজ তারা ভয়ে মরে।
নেশা হয়েছে ওদের চুরির মজা
কী লাভ বলো দিয়ে সাজা?
হবেনা আসবেনা কোন জ্ঞান
দিতে হবে মমতা আর শিক্ষার অনুধ্যান।