মন শুধু মন চায়
মনের কোন দোষ নাই
মনের মধ্যে যে থাকে
মনই তাকে আকঁড়ে রাখে।
মনের নিয়ন্ত্রক যদি হয় মন
মন হারাবে তব সারাক্ষণ।
মানুষেরই থাকে মন
মন প্রয়োগে মানুষই প্রয়োজন।
বলিতে চাই আমার মন
নয় মনের আমি
মন না থাকিলে মানুষ হয়না
মনটা অনেক দামি।
মনের আমি হলে পরে
মন নিয়ে যায় রসাতলে
আমার মন হলে পরে
মুক্ত মনের দুয়ার খোলে।
মন সকল শক্তির আধার
মনে থাকে নানা বাহার
মনই গড়ে জয়-পরাজয়
মনই সেরা ডাক্তার।