বর এলে কনে যায় শ্বশুর বাড়ি
বহুদিনের বাড়িঘর দিয়ে ছাড়ি
পিতামাতা ভাইবোন হয় সবে পর
বর হয় অতি আপন তাকে নিয়েই ঘর।
নতুন সংসার শুরু নতুন পরিবার নিয়ে
বর আর কনে মিলে আসে এগিয়ে
মনে মনে থাকে কত প্রেম বাসনা
বিয়ে হলো সেই সুখ মৌন সাধনা।
দিনে দিনে কেটে যায় দিন মাস বছর
তারি মাঝে চলে আসে স্থায়ী দোসর
মা মা বাবা বাবা সে কী আদর!
এভাবেই কাটে রাত আসে যে ভোর।
যুগে যুগে শতাব্দী আর শতাব্দীর পরিক্রমায়
পরিবার থেকে যায় থাকে কনে আর জামাই।