জীবন শুরু ছোট্ট একটি রহস্যের বেড়াজালে
তারপর একটার পর একটা পথ পাড়ি দেওয়া
এমনি করে দিন মাস বছর দশক যুগ চলে যায়
মানুষ বড় হয় তার বয়স বাড়ে তবে তার আয়ু কমতে থাকে।
যে উৎসাহ উদ্দীপনা তরুণে থাকে দিনে দিনে সেটি হারিয়ে যায়,
সেখান থেকে সে বেড়িয়ে আসে আবার নতুন বাঁচার ব্যকুলতা জাগে,
বিয়ে করে বাচ্চা হয় তাদের নিয়ে নতুন দায়িত্ব পালনের ইচ্ছে জাগে।
তরুণ কালে যে জীবন অকুতোভয়
পৌঢ়তে জীবন খুব আবেগময়।
যেখানে তরুণ কোনকিছুই তোয়াক্কা করেনা, সেখানে পৌঢ় অনেক বিবেচনায় বিভোর
একই ব্যক্তি কিন্তু জীবনের ভিন্ন পর্যায়ে আচরণের ভিন্নতা প্রকাশ পায়।
দিন যত যায় বেঁচে থাকার লোভ বেড়ে যায়
কত বছর বাঁচতে চাও হে মানুষ! কত বছর?
তারপর, তারপর কী হবে? সেই তো চলেই যাবে তবে কেন এতো মায়া কেন এতো লোভ?
বলতে পারো কেউ?
আসলে এটাই মোহ!
মোহ কেটে গেলেই আসল বাস্তবতা বেড়িয়ে আসে।