মেয়েটি ভালো আবৃত্তি করতে পারত
মেয়েটি সুন্দরভাবে কথাও বলতে পারত
মেয়েটি জলছবি আঁকতে পারত
মেয়েটি প্রাণখোলা হাসতে পারত
মেয়েটি আশার স্বপ্ন দেখাত
মেয়েটি সবার সাথে মিশতে পারত
মেয়েটি সবার মমতা ও স্নেহ পেত
হঠাৎ মেয়েটির কী হলো?
নিস্তব্ধ নির্বিকার হয়ে বসে থাকে
কারো সাথে কোন কথা বলেনা
কবিতা আবৃত্তি করেনা, হাসেনা
জলছবি আঁকেনা, স্বপ্ন দেখায়না
শুধু অপ্যলক চেয়ে থাকে।

কোন এক অজানা ঘটনা মেয়েটি
তার সমস্ত হৃদয় জুড়ে হাহাকার
অজানা ঘটনাটি সারাদেশে অহরহ...