আলসে রঙের মানুষ আমি
কর্মে নাই মন
ফাঁকি দেবার সুযোগ আমার
থাকে সর্বক্ষণ।
কাজটি আমার খুবই জানি
চাই বিনা শ্রমে
নেহাত শ্রম দেই তখন
টানে যখন যমে।
আজব আজব কথা শুনি
আলসে লোকের মুখে
সারা জীবন লাথি খেয়ে
মরে ধুঁকে ধুঁকে।
অলীক কথা নিয়ে আমি
সদা থাকি ব্যস্ত
এমনি করে জীবন আমার
হয়ে যাবে অস্ত।
জীবন আমার আলসেমিতে
কেটে গেল ভাই
মানুষ আমি মূল্য কিসে
নাই জানা নাই।