মেঘ জমেছে গগন পাড়ায় রোদ উঠেছে হেসে
বৃষ্টি পড়ে রঙ ছড়ালো রংধনুরই বেশে!

সোনামুখে ফুটিল হাসি দেখিল তারা দেখিল শশী
ফুটিল রাঙা ফুল
সূর্যি মামার গরম আলো অন্তরীক্ষে ভিড় জমালো
মেঘের হলো কূল।

বৃষ্টি স্নানে প্রকৃতি ধোয়া সমীরণে হালকা ছোঁয়া
শিউলি ফুলের গন্ধ
নদীর স্রোতের খেলা কচুরিপানার সবুজ ভেলা
অপরূপ রূপের ছন্দ।

পল্লী মায়ের কোলে শুয়ে
গাছ গাছালির লতায় ঝুলে পাতার মতন হাসি সবুজপাতার সোনার আলো
মনটা আমার ভরে গেল তোমায় ভালোবাসি।

আমার দেশে আমার প্রাণ থাকবে চিরকাল
মানুষ হয়ে সরিয়ে দিব সমগ্র জঞ্জাল।