সবাই বলে ভালো থেকো
ভালো থাকা যায় কী?
মনে সুখ না থাকিলে
সুখী হওয়া যায় কী?

ভালো থাকা সাধনাতুল্য
কম লোকে বুঝে তার মূল্য।

টাকাকড়ি ধনসম্পত্তি সবই
অচল যেথায়
এসব অর্জনে বোকার মতো
ঘুরেফিরি বৃথায়।