তোমার ঐ কাজল আঁখি
করিল পাগল মোরে
মনে হয় চিনি তব
বহু বছর ধরে।

তোমার ঐ মিষ্টি হাসি
করিল চরণ দাসী
মারিল হৃদয় পানে
কত যে নব গানে।

আষাঢ়ের নবধারা
আমাকে দিচ্ছে তাড়া
যেতে হবে বহুদূরে
কোন এক অচিনপুরে।

সোনালী দিন যে আমার
যাচ্ছে খুব তাড়াতাড়ি
সময়ের ঐ ঘড়ির কাঁটা
করছে খুব বাড়াবাড়ি।

রূপের ঐ বড়াই করে
কী হবে বলতে পারো?
সময় থাকিতেই তব
আপনকে আঁকড়ে ধরো।