অপার সম্ভাবনা নিয়ে ভবে আসা
জীবন ছিল অনেক খাসা
হারালাম কখন জানেন?
নেতিবাচক কথা ও কাজের সমন্বয়ে
মিশে ছিলাম প্রাণপণে
প্রতিজ্ঞা ছিল ধ্বংস হবো আপন অবিদ্যায়
এতো সুন্দর জনম আজ বিষাদময়
শুধু আপন কর্মগুণে।
আপনকে দেখার সুযোগ কোথায়?
ব্যস্ত সদা অন্যের ভুবনে অন্যের কর্মধারায়
সময় যায় জীবন যায় আপনকে হারায়
সব হারিয়ে অবশেষে নিরব মূর্হুতে ভাবি
নষ্ট করেছি ধ্বংস করেছি সবই।
বিশ্বাস করি অনেক কিছু ধারণ করিনা
ধারণ না করিলে বিশ্বাস কিছুই থাকেনা
চারেদিকে শুধু ভন্ডামি আর দুষ্ট চক্রের খেলা
এটাই কী জীবন?
এটাই কী শুধু জ্বালা?