যখনই কোন প্রশ্ন করি কোন একজনারে
সদা 'না' বলিতে উম্মুখ থাকে বিনা বাক্যে
যদিও আসল অপরাধী ব্যক্তি নিজেই
তব জেনেও স্বীকার করবেনা সহজ মতে
এটাই স্বভাবগত মনুষ্য জাতির অভ্যাস
যা পরিহারে নিতে হবে সময় মাসের পর মাস।
তিনজনে গল্প করে পথের বাঁকে দাঁড়িয়ে
দুদিক থেকে দুটি বাহন এলো হন্তদন্ত হয়ে
একটি বাহন নিয়ন্ত্রণহীন একজনকে ধাক্কা দিয়ে
পড়ে গেল বাহক অন্য বাহনের সামনে গিয়ে
উঠে বসে তেড়ে এলো সেই লোকের সনে
যে লোকটিকে ধাক্কা দিয়ে পড়েছিল পথের 'পরে
এসেই বলে উচ্চস্বরে কেন তুমি পথের বাঁকে?
তোমার জন্য পড়ে গিয়ে বাঁচলাম কোন মতে
স্বীয় ভুল ঢাকতে ছুটে এলো নষ্ট বাণী আওরাতে
এমন করে মনুষ্য জাতি দোষ চাপায় অন্যজনে
কিছু না করেও কষ্ট পায় কিছু মানুষ মনে মনে।