শুভ্রবেশী সতেজ মনে
হঠাৎ মেঘের কালো
কী হলো আজ! কী হলো আজ!
নামবে কী বৃষ্টি!
থামবে কী তপনের আলো?

কথার ভাঁজে কথা হচ্ছে
নিয়মেই সব চলছে
হঠাৎ যে কী হলো!
মেঘ জমে গেল সাদা মনে
কথায় খই ফুটছে ক্ষণে ক্ষণে।

ঠিক বেঠিক না ভেবে
কথার খনি উঠছে তেজে
মানতে পারছেনা সত্যকে
কেননা ভুলটা করেছে নিজে।

সকলেরে বলি নীতিকথা,
করি কী করে তা নিজে?
ভুলের স্বীকারোক্তি করা
নাই যে আপন মাঝে।

আপন ভুল স্থাপন করতে
অতীত ফিরিস্তি জপি
সাদার মধ্যে বেরিয়ে এলো
অন্ধকার কর্ম ছাপি।

জনমনে নেতিভাবনা জন্মিল
এটাই ভেবে ভেবে
মনে যে তার ক্ষত হচ্ছে
পারছেনা নিতে মেনে
তাই উঠছে সে রেগে

শুভ্রবেশী সাদা মনে
সদা থাকে আলো
আজ কেন হঠাৎ করে
নেমে এলো কালো।