বপন করিল স্বপ্ন গুরু
মোদের সুপ্ত মনে
জীবন আমার গড়িতে হবেে
আমার-ই ভুবনে।

সরল পথে থাকার আকুতি
সত্য জ্ঞান অর্জন
দূর করিব হৃদয় থেকে
হিংসা গীবত বর্জন।

ধ্যানে জ্ঞানে হবো একাকার
এটাই মোদের আশা
জাতি গঠনে রাখবো ভূমিকা
গড়ব সুখের বাসা।

মুক্তির নেশায় খুঁটি ধরি
হতে চাই মুক্ত
কর্মে আসিবে সুপথে ধেয়ে
সঙ্ঘে থাকিলে যুক্ত।

প্রতিটি সময়ের অনেক মূল্য
লাগাতে হবে কাজে
মিলিবে তবে লক্ষ্যে পূরণে
শুদ্ধ হবার মাঝে।