সময় চলে স্রোতের মতন নিত্য নিরবধি
অযত্নে অবহেলায় তারি হচ্ছি প্রতিনিধি।
অনেক ব্যস্ত অজুহাতে দিনের পর দিন
কাটছে সময় নষ্ট তালে গন্তব্য হীন।
ঘরসংসার সবার আছে সবাই চায় ভালো
সেখানেও সময় না দিলে মুখটি হয় কালো।
শত ব্যস্ততার মাঝেও রাখতে পারলে ভাব
হবেনা হবেনা কোনদিনও সুখের অভাব।
অফিস ধর্ম পালন করেন যারা জগৎসংসারে
একটু ছুটি হয়তো তাদের স্বস্তি দিতে পারে।
পূজা পার্বণ, ঈদ উৎসবের ছুটি যখন মেলে
নাড়ীর টানে শহর ছেড়ে গ্রামে ছুটে চলে।
পরিবার পরিজন দূরে থাকলে গুরুত্বটা বাড়ে
ছুটির জন্য আকুল থাকে পেলেই হাঁপ ছাড়ে।
দিনে দিনে কেটে যায় দিন মাস বছর
এভাবেই বাঁচি মোরা নিয়ে সুখের দোসর।
একটু ছুটি পেলে সারি জমানো কাজ
ভালোবাসা মজবুত হয় সুখী হয় সমাজ।
দেখতে দেখতে সেই ছুটি ফুরিয়ে গেলে
আবার ফিরি নতুন করে কর্মব্যস্তের মিছিলে।