হতাম যদি রাতের তারা
কিংবা চাঁদের আলো
মুছে দিতাম হৃদয় থেকে
সকল আঁধার কালো।
হতাম যদি জলরাশি
কিংবা নদীর ঢেউ
ভেসে যেতাম নিরবধি
বাধা দিতনা কেউ।
হতাম যদি প্রভাতবেলা
কিংবা ভোরের পাখি
মিষ্টি কন্ঠে গান শুনিয়ে
করিতাম ডাকাডাকি।
হতাম যদি ভোরের শিশির
কিংবা উষ্ণ রোদ
বিলিয়ে দিতাম সবটুকু সুখ
করিতাম গর্ববোধ।
হতাম যদি জাদুর কাঠি
কিংবা আলাদীনের দৈত্য
এনে দিতাম মুক্ত মানিক
দূর করিতাম শৈত্য।
হতাম যদি পাহাড় চূড়া
কিংবা ধাবমান ঝর্ণা
ছড়িয়ে দিতাম ভাবুক মনে
শত কল্পনার বন্যা।
হতাম যদি সাঁঝের আকাশ
কিংবা গোধূলী বেলা
মনের আনন্দে ভাসিতাম
চড়ে মেঘের ভেলা।
হতাম যদি বইয়ের পাতা
কিংবা কবির বাণী
জ্ঞানের আলোয় ছড়িয়ে দিতাম
সকল অজ্ঞতা গ্লানী।
হতাম যদি মুয়াজ্জিনের আযান
কিংবা শীতল সুর
অন্তরের সব পাপ হটিয়ে
যেতাম অনেক দূর।
হতাম যদি বৃক্ষরাজি
কিংবা বটের লতা
দোল খাওয়াতাম সারাবেলা
মনে পড়িত বাল্যকথা।
হতাম যদি মাঝির বৈঠা
কিংবা নৌকার পাল
হারানোকে পথ দেখাতাম
ধরিতাম জীবনের হাল।