আমার কিছু টাকা দরকার!
এই লেখাটা এমন যে,
যত কাছের মানুষই লিখে পাঠাক না কেন,
ভ্রু কুঁচকে উঠবেই, প্রশ্ন আসবেই!
পাশাপাশি উত্তরের আগেই একটা জবাবও
মনে মনে হয়তো তৈরী হতে থাকবে।
একপর্যায়ে হয়তো উত্তর সেটাই হবে যা এতক্ষণ ভাবা হয়েছে কিংবা আরেকটু গুছিয়ে অথবা
একদম এলোমেলো।
কখনো মন না চাইলেও টাকাটা দিতেই হবে আবার কখনো মন চাইলেও দেওয়ার অবস্থা থাকবে না।

আমি কেন আজ এটা বলছি?
কারণ আমার আসলেই কিছু টাকা দরকার।
না, আমার মায়ের চিকিৎসা কিংবা বোনের বিয়ের জন্য নয়।
বাবার পুরাতন বাড়ি ভেঙ্গে নতুন করে বানানোর জন্য তো নয়ই।
এমনকি আমার মেয়ের ভার্সিটির ফি কিংবা ছেলের বিদেশ যাত্রার জন্যও নয়।
আর এসময়ে এসে ব্যবসায়ে পুঁজি খাটানোর জন্যও নয়।

তাহলে কেন?

এই কেন এর জবাবটা এতটাই আবেগ আর বিবেকতাড়িত যে এর সঠিক ব্যাখ্যাটা আমি না। শুধু, যাদেরই একই কারণে টাকাটা দরকার কেউই দিতে পারবে না।
কারণ এটা প্রথম প্রেমের মত-ব্যাখ্যা করা যায় না।
সন্তানের প্রথম কান্নার মত চাপা।
আর মায়ের হাতে প্রথম রোজগার তুলে দিতে পারার মত রোমাঞ্চকর।

বরং আর এই কিছুটা যে কতটা,
সে উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করি না হয়।
যে কিছুটা হলে অনেকগুলো গরীব মায়ের সন্তান জন্ম দেয়া সহজ আর নিরাপদ করা যায়...
যে কিছুটা হলে আরো হাজারো শিশু শিক্ষার আলো দেখতে পায়...
যে কিছুটা হলে ডাস্টবিনে ফেলে আসা কোনো নবজাতক মেয়েশিশুকে কুকুরের কামড় খেয়ে অর্ধমৃত হতে না হয়...
যে কিছুটা হলে সুরুজ মিয়ারা শেষ বয়সে খেতে পায়, পরতে পায়...
যে কিছুটা হলে একটা বেওয়ারিশ লাশকেও শেষকৃত্যের অপেক্ষায় থাকতে হয় না..
যে কিছুতে বানভাসি মানুষগুলোর শীতের রাতের একটু উম হয়...
যে কিছুতে আরো আরো অনেক কিছু হয়...

আপনার কাছে আছে কিছু টাকা?
কিছু উদ্বৃত্ত টাকা!
যা নাহলে খুব বেশি ক্ষতি হয়তো হবেনা আপনার।
হয়তো এ বছরে বাবুর একটা খেলনা কম হবে, খুকি একটা জামা কম পরবে,
একদিন রেস্টুরেন্টে যাওয়া হবে না,
পছন্দের মোবাইলটা একটু দেরিতে কেনা হবে অথবা এবছর হয়ত দূরে না,
একটু কাছে ধারে কোথাও ছোট্ট একটা ট্যুর হবে।

কিন্তু বিশ্বাস করুন এই কিছু টাকায় যা হবে তা এই ছাড়গুলোকে বহুগুণে পুষিয়ে দেবে।
তাই আসলেই জানতে চাচ্ছি, আমার কিছু টাকা দরকার, হবে আপনার কাছে??

এই দান গুলোই একসাথে করে লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছি আমি,আমরা সবাই মিলে ।

আসুন না, আপনিও আমাদের সাথে, সম্মিলিত এই পথ চলায়।
আরেকটি জীবনকে নিজের একটু আনন্দ ভাগ করে  দেই ।