কোন কিছু শুনতে ভালো লাগেনা
কিছু বললেও তা গৃহীত হয়না
অকারণে গা জ্বালাপোড়া করে সারাক্ষণ
গজগজ করতে করতে থেমে যাই এখন
আসলে বয়েসটা জানি কেমন!

চোখেমুখে রাগ করে টলমল
মনে হয় যেন সব ধ্বংস হবে এখন
ভালো কথাও শুনতে লাগেনা ভালো
ভালো মনও কালো হয় তখন
আসলে বয়েসটা জানি কেমন!

অন্যের হাসি অন্যের কথা এখন বিষাদময়
মনের ভিতর যন্ত্রণায় করছে নানা ক্ষয়
ময়মুরুব্বির শাসনেতেও থাকেনা কোন ভয়
কেন যে হয় এমন?
আসলে বয়েসটা জানি কেমন!