অনেকদিন হলো তোমার দেখা নেই
কেমন আছো তুমি?
তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি
না, ওটা আমার দ্বারা হবেনা কোনদিন
আজো মাঝরাতে উঠে কবিতা লিখতে শুরু করি
তোমাকে মনে করে
জানি, ভালোই আছো তারপরও জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?
খোলা আকাশের নিচে ঘাসের ‘পরে বসে বাদাম ছিলে খাওয়ার
সেইদিনের কথা তোমার কী মনে পড়ে?
নীল আকাশে ডানা মেলা পাখির দিকে তাকিয়ে
তুমি বলেছিলে, “ওগো, চল মোরা পাখির মতন ডানা মেলে উড়ি।”
আমি বলেছিলাম,“তোমায় নিয়ে উড়ার সাধ আমার আছে,
তুমি কী আমায় ধরে রাখবে? নাকি খুশির খেয়ালে ফেলে দেবে।”
সেই তো তুমি ফেলেই দিলে-
আমার ভালোবাসাকে কবর দিয়ে
তুমি পাড়ি জমালে তেপান্তরের সমুদ্রের জল আনতে।
আমি বিরহে জ্বলে পুড়ে ছাড়খার হলাম।
কেমন আছো তুমি?
দু’চোখ আজ শুধু জলে ভাসে কিসের জন্য জানি!
আর বারে বারে শুধু জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?
কেমন আছো তুমি?
কেমন আছো তুমি?