সুস্থ দেহে অসুখ বাঁধে
সুখের অভাব হলে
সুখ যে কোথায় কেউ কী বুঝে!
হেরিয়ে জাতি কূলে।

নেয়ামতে ভরপুর
পেলে সুস্থ দেহ
আর কিছু নাই জগত জুড়ে
তা কী জানো কেহ?

চাই যতন চাই মমতা
চাই ভালোবাসা।
সুস্থই সকল সুখের মূল
এটাই মোদের আশা।