নবীন মাঝি হাল ধরেছি স্বপ্ন বুনন শেষে
এগিয়ে যাবো অনেক দূরে নিরেট বিশ্বাসে।

একটা জীবন সফল হলে দেখা মিলবে কত
ইতিহাস হয়ে রইবো বেঁচে মানুষেতে শতশত।

নানা বাধা করবো বরণ হাসি হাসি মুখে
বিলীন হবো তাদের মাঝে আছেন যারা দুখে।

মিলেমিশে থাকবো যখন এক ছাতার তলে
মোদের নিয়ে করবে গর্ব বিশ্ব বলে বলে।

মুষ্টিবদ্ধ শক্তি নিয়ে ভাই এলাম যখন ভবে
রিক্তহস্তে একদিন জানি চলে যেতে হবে।

বড়কিছু করব বলেই এসেছি মোরা ভবে
স্বপ্নবুনি বাসা গড়ি ব্যস্ত থাকি সবে।

সময় সেতো এগিয়ে যায় স্রোতের ধারার মতো
নেতিচিন্তার গহীনে ডুবে বিশ্বাস হয় ক্ষত।

বাঁচতে হলে ভাবতে হবে দেখতে হবে স্বপ্ন
হোকনা শুরু এখন থেকেই সেই বাঁচার লগ্ন।