পড়ন্ত বিকেল বেলা
আলো-ছায়া করছে খেলা
সমীরণ বইছে
ভাসছে তরী
আনন্দে মাতিয়ে রই
সারাবেলা।
গগনের আঁকা ছবি
বক্ষে ধরিল কবি
লিখিলো খাতার 'পরে
আপন মনের গোপন কথা
রিক্ত বীণার ঝড়ে
কারবেলা।
বাগানের যত ফুল
করিল যে আকুল
সাজালো নব বাসর
করুণার বিহণ সুর
নবধারার সাজে
মজিনু খেলা।
নয়নের তারা দুটি
ছড়ায় অবিরাম দ্যুতি
উড়ায় উত্তেজনা
নীল সাগরের মধ্যপানে
হয়ে একাকার
ভাসাইলো ভেলা।
নবপ্রাণে নবগানে
নব রবি উঠিল
কাননে ফুলরাজি
আপনে ফুটিল
গাহিল নব সুরে
নবরূপ মেলা।
সায়াহ্নের ধ্বনি এলে
সকল কর্ম ফেলে
ছুটি চলি অজানায়
বিনা বাধায় বিনা অজুহাতে
তবু নব রবি আজি
উঠবে প্রভাতে।