স্বাধীন দেশের স্বাধীন পতাকার
পঞ্চাশ বছর পূর্তি
তাহার সাক্ষী হতে পেরে
মনে জাগে ফূর্তি।

মুক্তিযুদ্ধ করেছে মোদের পূর্বসুরি
তাঁদের শ্রমের ফসল মোরা ভোগ করি
বিনাশ্রমে ভোগ করি যা
তাতেই হলাম ঋণী
ঋণী করে গেল বলেই
তারা হলেন ধনী।

লাখো শহীদের রক্তে ভেজা
আমার জন্মভূমি।