নানাকে পেয়ে নাতি খুশি
আর নাতিকে পেয়ে নানা
নানার মনে নানান খুশি
নাতির পুরোই অজানা।
বাবাকে পেয়ে মেয়ে খুশি
আর মেয়েকে পেয়ে বাবা
বিশাল মিলনমেলা সেথা
যাচ্ছেনা পুরো ভাবা।
আকাশ পানে চাঁদ ওঠেছে
তারও যে মুখে হাসি!
দুচোখ ভরে দেখছি তাহা
আর শুনছি বাঁশের বাঁশি।
তাহের বানুর ছোট্ট মেয়ে
কাঁকনকলি তার নাম
তার কোলের কাজেম সোনা
ছড়িয়েছে সুনাম।
আধো আধো বুলি তার
মুখে হাসির বন্যা
ঘরে ফিরে কাঁকনকলি
করছে নানা রান্না।
কাজেম বলে, "নানা ভাই
আসুন আমরা খেলি
সৎপথে সৎকাজে
একসাথে চলি।"