মেঘের ভেলায় ভাসে বিন্দুকণা
সূর্যের আলোয় হাসে বালিকণা,
গাছের পাতার ফাঁকে আলোর খেলা
ঝিলমিল করে জানি বিকেল বেলা।

নদীর জলে ভাসে কচুরিপানা
সাগরের বারি  হয় যে লোনা
টাকা দিয়ে যায়না সময় কেনা
রমণীর প্রিয় যে সোনাদানা ।

বিমান উড়ে গগন পানে
মনটা উড়ে সবখানে
ভাসে মন সময়ের ভেলায়
মত্ত খেলায় থাকি হেলায়।