পরের কথা শুনব না তাই
ভেবে করছিনা কোন কাজ!
এই ভাবনায় ডুবছে মানুষ
ডুবছে যে সমাজ।

জনে জনে কত কথা
টগবগিয়ে আসে
শুনিলে সেসব কথা
নয়ন জলে ভাসে।

কোন কিছুই যায় আসেনা
পরের বচন মাঝে
নিজেকেই পারি দিতে হয়
সকাল দুপুর সাঝে।

হাজার মানুষ হাজার কথা
বলতে দিতে হবে
বাকস্বাধীনতা কভু বন্ধ হবেনা
এ স্বাধীন ভবে।

যার কাজ সে করিবে
আপন ধারায় সব চলিবে
আত্মবিশ্বাস সঞ্চয় করে
কর্মের মাঝে মাথা তুলবে।

পরের কথায় আহত হওয়া
একান্তই আপনার বিষয়
আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন
সহজ সরল পথে চলুন।

থাকবেনা কোন কষ্ট কিংবা
থাকবেনা কোন অভিমান
সব মানিয়ে চললেই জানি
আসবে সমাধান।