প্রভাতের নব রবি জাগাইয়া মোরে
নব সাজে নব রূপে নব বাহুডোরেে
আসিয়াছি আমি হেথা
নতুন দিনের কথা
কহিল মোরে-
নতুনের দিনগুনি আশার বাসা বুনি
স্বপ্নীল চোখে দেখি নতুন দুনিয়া
শীতের আমেজ শেষেে
উঠিয়াছি আজ তেজে
বসন্তের ফাল্গুনী।

ঋতুরাজ বসন্ত তুমি আজ এলে
অতীতস্মৃতি সব ধুয়েমুছে দিলে
সাজবে এখন তুমি নবরূপা হয়ে
আনন্দের বাঁধ জানি ভেঙ্গে যাবে বয়ে।
নবীনের চোখে আজ মহানন্দ
নতুন শাড়ীর ভাঁজে হবে বন্ধ
চারেদিকে হবে হলুদের ছড়াছড়ি
সুখের মাঝে তারা দেবে গড়াগড়ি।
স্মৃতির পাপড়ি খুলে দুঃখ কষ্ট ভুলে
বনলতার মাঝে প্রকৃতির সাঁজে
নতুন দিনে নতুন কাজের সন্ধানে
নিবিড় আলিঙ্গনে জড়াবে বন্ধনে।

এসো হে নবীন! এসো নবধারায়
গাহিয়া নতুন গান হাত দু’টি বাড়াই
বদনখানি দুঃখে যেন না থাকে মলিন
আনবো বয়ে মোরা নব সুন্দর দিন।
ফাগুনের হাওয়া যেন থাকে সবসময়
মানুষের মাঝে যেন থাকেনা ভয়
সহজ সরল পথে প্রকৃতির সাথে
থাকি যেন সদা হাত রেখে হাতে।