জগত জুড়ে যাহা খুঁজি
পেলে তাহা কতটা বুঝি!
তারি লাগি কতটা নেই প্রস্তুতি?

মাথার ভিতর ঘিলু থাকে
ঘিলুতে থাকে বুদ্ধি
বুদ্ধি প্রয়োগ করেই তবে
হই আত্মশুদ্ধি।

শুদ্ধি হওয়া নয়তো সহজ
করতে হয় সাধন
স্থান-কাল-পাত্র বুঝে নিতে
ছাড়তে হয় বাঁধন।

জানা-বুঝা- উপলব্ধি
এক কথা নয়
ভেতরকার হৃদয় নাড়া দিলেই
জয় সাধন হয়।

হিংসা ঘৃণা ক্ষোভ মুক্তি
আর নিরাকারে লীন হতে
চাই সাধনা চাই বন্দনা
মহানন্দ পাবে বটে।