"চোর গেলে বুদ্ধি বাড়ে"একটি কথা
শুনেছি ছোটবেলা থেকে যথাতথা  
বুঝিতে চাইনি কভু সেকথার মূল্য
বুঝি তখন হারিয়ে সকল আনুকূল্য।

বড় মানুষ হও সকলের দোয়া তাই
বড়লোক হওয়ার মাঝে কোন শান্তি নাই।
বড় হতে হলে চাই আরাধনা
রাতারাতি বড় হওয়ার নাই সম্ভাবনা।

বড়লোক হতে হয় জানি রাতারাতি
দিনে দিনে বড়লোক হওয়া সহজ নয় অতি
তাই খুঁজি বিকল্প আর সর্ট- কাট
চিন্তা না করলে পরে সবই মরার ঘাট।

অতি লোভে তাতি নষ্ট শুনে অভ্যস্ত
ঝুঁকি না নিলে কি আর পাবে গোস্ত
খোঁজ খবর নিতে গিয়ে যদি হারায় সুযোগ
তাই মাতামাতি না করে বাড়ায় দূর্ভোগ।

কষ্টের ফল ধীরগতির মন দেয়না সাড়া
লোভে পা দেয় বলেই আজও অবুঝ তারা
কোরআনে আছে বলা সেটা তো এখন বাকি
নগদ পেতে মোরা  আজি কত কিছু ঢাকি!

বিশ্বাসী আর সৎকর্মশীল যারা তাদের নাই লোভ
আখেরাতে তারাই শুধু করবে জান্নাত ভোগ।