বছর ঘুরে বারে বারে ফিরে আসে ঈদের দিন
মুছে ফেলি সব ভেদাভেদ আনন্দে হই রঙিন।
মেলে ধরি ভালোবাসা খুঁজি নতুন করে
ভুলে যাই, ক্ষমা করি যা হয়েছে আগে-পরে।
নব আলো উদয় হলে সাজি প্রভাতে
গভীর উৎসাহে যাই ঈদগাহ মাঠে
নামাজ পড়ি দোয়া করি সারা জাহানের
মধুর সময় পাড়ি দেই ত্রিভুবনে।
পরিবার প্রতিবেশি সকল সমাজের সনে
মিলেমিশে একাকার হই ক্ষণে ক্ষণে
দেখা করি খানা খাই প্রতি ঘরে ঘরে
হৃদয় থেকে সকল গ্লানি যায় ঝরে ঝরে।
মনের যত বিষ আছে সবকিছু করি পানি
স্রষ্টার সন্তুষ্টি অর্জনে তাই দেই কুরবানি।
রক্ত রঞ্জিত রাজপথে গড়ে ওঠে মেলা
শিশু কিশোর একসাথে জমে করে খেলা।
হাসিখুশি পরিবেশ সে কী ভালো লাগে!
ঈদের দিন ছাড়া এমন ক্ষণ হয়নি আগে।