দিননাথ দিনে আলো ছড়িয়ে যায়
পাখিসব মনের সুখে গান গেয়ে বেড়ায়
গগণেতে ভেসে চলে মেঘের তরী
স্বপ্নীল ধরণীর নেইকো জুড়ি।

শশী খুলে বুক অমাবস্যায়
তারা ঝিলমিল করে চারিদিক ভরা পূর্ণিমায়
তটিনীর মাঝে শীতে আসে হরেক রকম পাখি
বসন্তে ফোটে ফুল মৌ যায় ডাকি।

গাছে গাছে ফুলে ফলে ভরে যায় ডাল
নবীন মাঝি শক্ত হাতে ধরে জীবনের হাল
রাখাল ছেলে বাজায় বাঁশের বাঁশি
দিবস শেষে সবাই বাটীতে ছুটে আসি।