জীবন আমার স্বপ্নের চারণ ভূমি
নিত্য সেথা স্বপ্ন বুনি
স্বপ্ন বিনা যায়না কিছু করা করি
শোন মশাই-
সেখানেই মোর স্বপ্নের হাতেখড়ি।
স্বপ্ন আছে আমি আছি
ঠিক যেন পাশাপাশি।

নৌকা চলে ঢেউয়ের তালে
স্বপ্ন দেখে জেলে জালেে
উঠবে নানা মাছ।
তেমনি আমি স্বপ্ন দেখি
দিবারাতি কর্মে থাকি
পড়তে মাথায় তাজ।

খেলনা নয় জীবন আমার
বলছি আমি সত্যি
স্বপ্নে কর্মে হবো একাকার
স্বপ্নে চিরমুক্তি।

স্বপ্ন আমার নয় শুধু স্বপ্ন
এটি মহা চেতনা
নিরবে নিভৃতে করে যাবো
তারই বন্দনা।