কোন এক রাত্রিতে পেলাম তোমার ক্ষুদেবার্তা
সেদিন থেকেই হলো শুরু অনিয়মের যাত্রা।
দিনরাত মনে মনে একটি কথার ভাবনা
কে যেন পিছু হতে দিচ্ছে শুধুই যাতনা।
মনে হলো করি শুরু নতুন কোন অধ্যায়
খানিক বাদে ভেবে দেখি কূলায়না তা সাধ্যেই।
তবু কেন বারে বারে করছি তাকে মিস
অজানার মুখটি যেন দিচ্ছে শুধু শিস।
দিন গেল মাস গেল ফিরে এলো বছর
ক্ষুদেবার্তা চলমানতায় তৈরি হলো দোসর।
সময়ের ব্যবধানে কত কিছু যে ঘটে!
সে ঘটনার যাতাকলে হৃদয় কেঁপে ওঠে।
যতবার-ই ভাবি তাকে ভুলে যাবো প্রতিদিন
ভেতর থেকে কে যেন বলে তোমাকে ভুলবনা কোনদিন।