আপন ভাগ্য গড়ার হাতিয়ার
আপন হাতেই আছে
সঠিক পথে চলিনা তাই
দুঃখ করি পাছে।

স্রষ্টা দিল কত নেয়ামত
ভেবে দেখিনা একবারও
মিথ্যে শুধু সাফাই করি
চাই সম্পদ আরো।