করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব
কেউ মরছে কেউ বাঁচছে কেউবা হচ্ছে নিঃস্ব।
কেউবা ঘর বোঝাই করে কিনছে ইচ্ছেমতো
কোন কিছুই বাদ দিচ্ছেনা আছে পণ্য যতো।

মরছে যারা অভাগা তারা পাচ্ছেনা কোন কবর
বাবার জানাযা পড়তে না পেরে ছেলের হচ্ছে খবর!
শুনেছে যখন করোনায় আক্রান্ত দিল ছাদ থেকে লাফ
বাঁচার জন্য সেটি করে কী হলো বল লাভ?

স্বামী বিদেশ থেকে আসবে বলে স্ত্রী বাড়ি ছাড়া
মনে হল স্বামী এলেই স্ত্রী যাবে মারা।
এলো যারা বিদেশ হতে তারা তো মোদেরই ভাই
তাদের রোজগারেই দেশের চাকা সচল আছে তাই।

মৃত্যুপুরী সারা জাহান যেন কুরুক্ষেত্র
নিত্য মরছে হাজার মানুষ জলে ভরা নেত্র।
বৃদ্ধ যারা তাদের বেলায় মাত্রা একটু বেশি
বিদেশ হলেও সেথায় আছে অনেক অনেক দেশি।

নিত্য লাখো মানুষ মরে তার নাই কোন খবর
করোনাতে মরলে পরে খরবটা হয় জবর!
ডব্লিউএইচও সংস্থাটি যখন মহামারী ঘোষণা করল
সারাবিশ্বে তখন থেকেই মৃত্যুগাড়ী চলল।

কেউ মরল অসুখে বটে কেউবা নেহাৎ ভয়েে
আতঙ্ক গুজব তৈরি হলো পুরো মহালয়ে।
আতঙ্ক হোক কিংবা গুজব তাতে কী যায় আসে?
বুদ্ধি করে পেটুক বণিকের পকেটটা তো বাঁচে।

সারাবিশ্বে এসব নিয়ে যত হৈচৈ
বাচুঁক-মরুক মানুষ তাতে ব্যবসাটা রৈরৈ।

রচনাকাল : ২৫ মার্চ ২০২০
ঢাকা।