বাবার শুভকামনা ছেলের জন্মদিনে-
গাছে গাছে পত্র পল্লব বসন্তের আগমনে
সুশোভিত হয়ে যেমন শোভাবর্ধন করে,
ডাহুক-ডহুকিরা যেমন প্রভাত ঘোষণা করে,
কোকিল কুহুকুহু ডাকে চারিদিক
আমোদে আহ্লাদে মজিয়া তোলে নতুন বছর
ঠিক তেমনি তোমার জীবনকেে
আনন্দে ভরিয়া তুলুক
এই কামনায় আমি...
বাবার ব্যথা-
বহুক্রোশ দূরে আছো লুকায়ে
বহুকাল ধরে দেখিনা তোমারে।
হৃদয়ের ঠিক গভীরে এঁকেছি তোমার ছবি যে,
বাবার চোখের জলে,
ছেলের মন যদি গলে।
জানিনে, কবে যে দেখা হবে?
ছেলের কথা-
আবেগঘন মনে লিখেছে এক কবি
হৃদয়ের গভীরে এঁকেছে মোর ছবি
হয়নি দেখা বহুদিন বাড়ি যাওয়ায় দাবি
বহুক্রোশ দূরে থেকে এটাই শুধু ভাবি
গলবেনা ছেলের মন গলবেনা
হবেনা যাওয়া তার বাড়িি
এখন অনেক বাধা দিতে হবে পাড়ি।
মিনতি করি হে আল্লাহ! তোমার দরবারে
সবাইকে রেখো ভালো নিজের মতো করে
মুখে হাসি বুকে বল শান্তি বিরাজমান
সকল দুঃখের আছে একটাই সমাধান।
মানুষে মানুষে ভেদাভেদ করিওনা কেউ
খোদার দরবারে তবে লাগবে সুবাতাসের ঢেউ।
উত্তরে বাবা-
হে প্রভু করুণা সিন্ধু করি আর্শীবাদ
বুক ভরা প্রেম দিও প্রাণ ভরা সাধ
হৃদয়ে দিও ভালোবাসা মনে দিও সুখ
পুত্র আমার যেন চিরসুখী হোক।