প্রিয় সন্তানদ্বয় তোমাদের সালাম
থাকো ভালো সারাজীবন
দোয়া করি হৃদয়ের গভীর হতে-
যতদিন ধরণীতে রবে প্রাণপণে চেষ্টা চালাবে
রেখে যাবে সৎকর্ম কল্যাণে অসহায়ে
স্রষ্টার নিখাদ সান্নিধ্যে পেতে।

করিবে সেবা সকল পিতামাতা সকল সৃষ্টিকূলে
তব সেবা যে পাহিবে তারা দুঃখ যাহিবে ভূলে।
তারাও করিবে দোয়া
তব জন্যে সাথে তব পিতামাতাকে
এটা হবে পরম পাওয়া সন্তানের পক্ষ থেকে।
জগৎ জুড়িয়ে সুনাম ছড়াবে আপন কর্মগুণে
গর্ব করিবে তাহা পাহিয়া স্মরণে মোদের মনে মনে।

এক জীবনে কী আর চাওয়া আছে এ সুন্দর ভুবনে
মানুষ হতে পারলে শ্রেষ্ঠ পাওয়া শ্রেষ্ঠ এ জীবনে।
ভালো মানুষ হও! ভালো মানুষ হও!
করি তারি বন্দনা
মনে মনে করি প্রিয় সন্তানদ্বয় তোমাদেরই প্রার্থনা।