মায়ের নাড়ী ছেঁড়া ধন
বাবার রক্তের বাঁধন
স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার।

দীর্ঘ পথের পথিক
পালাক্রমে আসা যাওয়া
বংশের উত্তরাধিকার।

শত কষ্ট ভুলে যাই
একটিবার যখন চাই
মিষ্টি হাসিমুখে।

অদ্ভুত এক আনন্দে
ক্লান্তি ভুলে
আছি যেন সুখে।

বড় হবে ভালো রবে
এটাই চাওয়া
তাদের পানে।

দোয়া থাকে সবর্দা
হৃদয়ের টানে সে
থাকুক যেখানে।

পিতামাতা ছায়ার মতো
নিরাময় করে সকল ক্ষত
বুঝেনা সন্তান।

সময়ের যাতায় পিষে
আধুনিকতার পোষাক পড়ে
পারেনা দিতে প্রতিদান।

নিজের রক্ত ঘাম ভালোবাসা
উজার করে সাজায় তাদের বাসা
ক্ষণিকের জন্য।

খোদার দেয়া নিয়ামত যেন
ভালো থাকে ভালো রাখে
এটা ভেবেই তারা ধন্য।