জৈবিকতায় মত্ত হয়ে আসক্ত কিছু মানুষ
নিত্য হারিয়ে ফেলছে তাদের সাধারণ হুঁশ।
স্থান-কাল-পাত্র না বুঝেই করছে অপকর্ম
হারিয়ে যাচ্ছে সমাজ থেকে নৈতিকতার ধর্ম।
অবিদ্যায় জর্জরিত এসব প্রাণীগুলো
নষ্ট করে মূল্যবোধে মাখিয়ে দিচ্ছে ধূলো।
আবাল বণিতা থেকে শুরু করে পৌঢ় বুড়ো
একই চিত্র পলে পলে দিচ্ছে করে গুড়ো।
উন্নত হতে গিয়ে কেন এই বিপর্যয়
প্রতিনিয়ত কেন মোরা করছি আপন ক্ষয়?
ভালোকিছু নেইনা তাই আজ এই অবস্থা
অবসান করতে হবে সকল অপব্যবস্থা।
আসবে ফিরে নতুন করে আগের মূল্যবোধ
মহান জাতি হবো মোরা থাকবে গর্ববোধ।
সমাজ থেকে দূর হবে একদিন সকল মন্দাচার
আলোকিত করতে এখন চাই শুদ্ধাচার।