তুমি অনন্য হও কায়ায়
বিরাজমান তিন ধাপে
প্রয়োজন হলে দেখা মেলে
রাতে বা প্রভাতে।

কড়ি দিয়ে যায়না কিনা
এমন জিনিস ভাই
মানবের জন্য মানব লাগে
হয়না কারখানায়।

তব মূল্য যে বোঝেনা
সে ভারী অভাগা
পণ্য ভেবে হেলা করে যে
বিবেকটা তার জাগা।

শিরায় শিরায় থাকো তুমি
প্রাণীর দেহের জ্বালানি
থেকে থেকে চাপে জ্বলা
তরল যোজক কলা।