সবাই মোরা অন্যকে দুষি
নিজেকে দুষি না
যত দোষ অন্যের হয়
নিজের হয় না।

নিজের ভালো চাই বলে
অন্যের ক্ষতি করি
পরের উপর দোষ চাপিয়ে
আপন প্রাসাদ গড়ি।

কে বাঁচল কে মরল
তাতে কী যায় আসে!
নিজে বাঁচলে বাপের নাম
এই মতবাদে বাঁচে।

নিজের জন্য অনেক ভাবি
অন্যের জন্য ভাবিনা
কষ্ট দেখে আফসোস করি
লাঘব করি না।

স্বার্থের জন্য দিবা রাতি
করছি ছোটাছুটি
সুযোগ পেলে যাই হোক
সবকিছু লই লুটি।

ভদ্র লোকের মুখোশ পরি
অন্যের গলায় ছুড়ি ধরি
বেশি বুঝে কর্ম করি
নিজের ফাঁদে নিজে পরি।

অন্ধকারে হারিয়েছি যে সুখ
আলোর মাঝে তা খুঁজি
যাবেনা পাওয়া জেনেও মোরা
কতটুকু তা বুঝি।