বন্ধু আমার অনেক ভালো
আগলে রাখা পাখি
অকারণে এ জীবনে সে
করেনা ডাকাডাকি।
পরের জন্য হাসি মুখে
সবকিছু দেয় ঢালি
চক্ষুশুল মানুষ তাকে
দূর থেকে দেয় গালি।
জ্ঞাতসারে এ জীবনে সে
করেনি কারো ক্ষতি
সবকিছুতেই তার ভিতরে ভাই
আছে পরিমিতি।
অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে
রীতিমতো উজ্জীবিত রাখে
কোনকিছুতে না করেনা
সব কাজেতেই আগে।
সদা হাসি তারি মুখে
লেগে থাকে ভারী
পরোপকারে তার জুড়ি নাই
মানুষটা হোক যারী।
দুঃখ গুলো চাপা রেখে
সটান করে চলে
অভিমান অভিযোগ না করে
মুক্ত ভাবে চলে।
এমন বন্ধু কার আছে ভাই
এ জগতে ভরিভরি
এক বন্ধুতে জীবন আমার
নতুন করে গড়ি।
আগলে রাখে সবাইকে সে
আপন নীড়ের মাঝে
তার কাছে ভাই সব নিরাপদ
সকাল বিকাল সাঝে।
জগৎ জুড়ে খুঁজে পাওয়া ভার
স্বপ্নে দেখা আঁখি
সে যে মোদের সবার প্রিয়
আগলে রাখা পাখি।