তাসের ঘরের মতো ছোট্ট জীবন
সেজেগুজে একাকার নানান রকম
হাসি কান্না পাশাপাশি তাক আর তাক
মেহনত করে চলে জীবন খোরাক।
সম্মান দিলে কভু কমেনা মান
কেউই তো হয়না কারো সমান
যার যার কর্মে সে হয় মহান
এটাই নিয়তি প্রকৃতির দান।
অপকর্মের জন্য যে দন্ডিত হয়
বড় কথা বলতে সাহস না রয়
মিনমিন কিন কিন করে চলতে হয়
পলে পলে তার শুধু থেকে যায় ভয়।
মিথ্যার দুনিয়ায় সে যে এক রাজা
অপমান অবহেলা অবজ্ঞা তার সাজা
ছি ছি শুনতে কত লাগে ভালো!
আলোর নিচেই থাকে অন্ধকার কালো।
পচা শামুকে কাটলে পা শুখায় না তার ঘা
তিলে তিলে নিঃশেষ সুন্দর জীবন
একঘরে যে থাকে চিরকাল সে ভাবে
দফতর ছাড়া কী সে আজীবন রবে?
লজ্জা হারিয়ে গেলে বেহায়া লোকে কয়
সফল হতে গেলে নাকি লজ্জা রাখতে নয়
দফতর বিহীন যারা ভয় পায়না তারা
লজ্জাকে পকেটে পুরে চলে বাধন হারা।