জীবন হলো সোনার তরী হাজার দিনের যাত্রা
কাজের মাঝে মিশে থাকে
সকল সুরের মাত্রা।
মাঠের কঠিন মাটি ভেদে বপন করি শস্য
হারিয়ে দিন দেখি চেয়ে
নিভু নিভু দৃশ্য।
একদা সব ফেলে চলে যায় অচিন দেশে
সময় চলে নিরবধি
আপন মনের স্রোতে ভেসে।
কর্ম স্রোতে মিশে জীবন গড়ায় নানা ইতিহাস
বৃথায় কেন নিয়ত করি
তারি সাথে পরিহাস!
কড়ি ব্যয় করি তরী সাজাতে নিত্য সদা ব্যস্ত
হেলায় করি দেহ নষ্ট
খেয়ে নানান পথ্য।
ছোট্ট জীবন ছোট্ট তরী ছোট্ট স্বপ্ন রাঙা
সাজাই চলো সত্য ধ্যানে
যায়না যা ভাঙা।
মানুষ বাঁচে কর্মে বিকশিত করে গুণ
সময় ও কর্মের যোগফলে
হয় বর্ণিল জীবন।
স্রোতের মতন বহে সময়ের চাকা
ফাঁকিবাজদের জীবন
আসলেই ফাঁকা।
প্রজন্মের পর প্রজন্ম বাঁচতে চাইলে
কাজ কর দান কর
দু’হাত খুলে।
দুনিয়া চাই আখিরাত চাই এক জীবনে সব
সময় মতো কাজ করিলে
সবই পাওয়া সম্ভব।