সময়ের দ্বার
সময়ের অবগুণ্ঠিত দাবদহে
দগ্ধ হবে সকলেই শুধু
সময়ের দ্বারের অপেক্ষা।
তকমা আর অবজ্ঞা, লাঞ্ছনা
আর বঞ্চনা দেওয়ার সময় ভেবো
ওই সময়ের দ্বার হাসছে
মিটিমিটি তোমার অগোচরে।
আঘাতগুলি পুঞ্জিভূত হয়ে
সাঙ্গ হয়ে প্রতিঘাত
মেলছে ডানা কালো মেঘে।
সেদিন প্রকৃতি ও উত্তাল হবে
মানবে না কোন বাঁধা
সময়ের মহাদ্বারে।
দুদিনের ভবলীলা সাঙ্গ করে
কেবা রবে - কেবা যাবে
তার নেই কোনো নিশ্চয়!
রয়ে যাবে কর্ম, দিয়ে
যাবে কর্মের মহাপ্রসাদ
ফলের নির্যাস রূপে।