একমুঠো কলঙ্ক
কলমে - কাকলি হালদার
সেইদিন নির্জন বালুকাবেলায়
প্রকৃতির নির্যাস নিঙড়ে
বুকের গহনে বেঁধে বলেছিলে
' এ আমার ভালোবাসা '।
সবকিছু চিরন্তন সত্য ভেবে
দিয়েছিলাম অঞ্জলি মম
দূর্বার চিত্তে।
ক্ষণিক পরে ভেঙে গেল ঘুম
ধসে গেল তাসের ঘরের মত
বালুকাবেলায় গড়ে তোলা
বালিয়াড়ির ঘর।
মিলিত নয়নে বারি ধারণ
করে কম্পিত কন্ঠে
বলেছিলাম ভালোবাসার নামে
দিলে তুমি একমুঠো কলঙ্ক।